আপনি যদি স্কিন কেয়ার এবং ওয়েলনেস ট্রেন্ড খেয়াল করে থাকেন - তাহলে অবশ্যই ক্লোরোফিল এর ব্যপারে কিছু না কিছু শুনেছেন। ক্লোরোফিল ড্রিংক কিংবা স্কিনে এ্যাপ্লাই করার মতো ক্লোরোফিল বেইজড স্কিন কেয়ার প্রোডাক্ট নিশ্চই আপনার চোখে পরেছে। টিকটক, ইউটিউব শর্টস কিংবা প্রচুর রিল দেখবেন, যেখানে ইভেন ইন্টারন্যাশনাল সেলিব্রেটিরা ক্লিয়ার ও গ্লোয়িং স্কিনের জন্য ক্লোরোফিল প্রডাক্টে মেতে উঠেছে।
Joshua Zeichner, M.D, নিউইয়র্কের মাউন্ট সিনাই হসপিটাল এর কস্মেটিক্স এ্যান্ড ক্লিনিক্যাল রিসার্চ ইন ডার্মাতোলজি বিভাগের ডিরেক্টর, এর মতে বেশ কিছু ডাটা পাওয়া গেছে যেখানে দেখা যায় স্কিন রিনিউয়িং ও এ্যান্টি অক্সিডেন্ট এর মতো উপকারিতা ক্লোরোফিল থেকে পাওয়া যাচ্ছে।
এবার চলুন দেখি ক্লোরোফিল কী, এবং কীভাবে এটি আমাদের স্কিনের জন্য কাজ করে?
আমরা সবাই হয়তো এতটুকু জানি যে গাছের যে সবুজ রং তার জন্য যেই পিগমেন্ট দায়ী তা হচ্ছে ক্লোরোফিল। এবং ছোট বেলার বিজ্ঞান বই থেকে পড়া আমাদের নিশ্চই মনে আছে যে ফটোসিন্থেসিস বা সালোকসংশ্লেষণ হয় গাছের ক্লোরোফিল এর মাধ্যমে। যেই প্রসেসে গাছপালা সূর্যের আলো থেকে এনার্জি এবং অক্সিজেন তৈরি করে। ডার্মাটোলজিস্ট দের মতে ক্লোরোফিল স্ট্রং এ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং এ্যান্টিব্যাক্টেরিয়াল প্রোপার্টিজ আছে যা স্কিনের জন্য অনেক উপকারী।তো ক্লোরোফিল স্কিনে এপ্ল্যাই করলে কীভাবে স্কিনের উপকার করে?
২০১৫ সালে একটা স্টাডি করা হয় যেখানে একনি এবং লার্জ পোরস এর সমস্যা আছে এমন অনেকের উপর ক্লোরোফিল বেইজড ক্রিম এ্যাপ্লাই করা হয় এবং ৩ সপ্তাহের মধ্যেই তাদের ওভারল স্কিন এ্যাপিয়ারেন্সে যথেষ্ট ভালো চেঞ্জ আসে। কলেন কফি নামে একজন ডায়েটিসিয়ান বলেছেন ক্লোরোফিল টপিক্যালি ব্যবহারের ২টি প্রধান বেনেফিট আছে। প্রথমত এর এ্যান্টি মাইক্রোবিয়াল প্রোপার্টি স্কিনের যেকোনো সোয়েলিং ভালো করে, বিশেষ করে একনির ব্যাকটেরিয়া দূর করে। দ্বিতীয়ত এর গ্রিন পিগমেন্ট স্কিনের রেডনেস দূর করে এবং ওভারল এ্যাপিয়ারেন্স বেটার করে।ক্লোরোফিল এর স্কিন বেনেফিট নিয়ে আরও রিসার্চ চলছে এবং ডার্মাটোলজিস্টরা এই ন্যাচারাল উপাদানটির ব্যাপারে বেশ এক্সাইটেড।