তৈলাক্ত ত্বক মানেই ব্রণ। তৈলাক্ত ত্বক নিয়ে প্রচলিত ভুল ধারণা শেষ নেই। এইতো যেমন - তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহারের প্রয়োজন নেই! তৈলাক্ত ত্বকে নিয়মিত এক্সফলিয়েট করলে সিবাম নিয়ন্ত্রণ হয়। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের জন্য তৈলাক্ত ত্বক ব্রণ হয়।
আপনার তৈলাক্ত ত্বক বলে যে অয়েল ব্যবহার করা যাবে না, এই ধারণা কিন্তু ভুল। বরং তৈলাক্ত ত্বকের জন্য জোজোবা অয়েল কিন্তু খুবই ভালো। যাদের স্কিন অয়েলি ও একনে প্রন, তারাও ইউজ করতে পারেন। স্কিনকেয়ারে এখন ফেইস অয়েলের ব্যবহার দিন দিন বাড়ছে। অনেকের হয়তো জানা আছে এই তেলের গুণাগুণ, আবার অনেকে জানলেও এর ব্যবহার সম্পর্কে জানেন না। চলুন তাহলে জেনে নেই সৌন্দর্যচর্চায় সিন্নামং ব্রেক অয়েল,থাইমাস এক্সট্রাক্ট অয়েল,রোজমেরি এক্সট্র্যাক্ট,অস্ট্রেলিয়ান জোজোবা অয়েল কী কী বেনিফিটস দেয়।
৪ টি অয়েল এর অ্যামেজিং স্কিনকেয়ার বেনিফিটস -
জোজোবা তেল
জোজোবা তেলের ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রতিরোধী গুণ আছে। অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ থাকাতে এটি ব্রণ থেকে মুক্তি দিতে অনেকটাই হেল্প করে। জোজোবা তেলে এমন একটি প্রাকৃতিক উপাদান বিদ্যমান যেটা ত্বকের স্তরে স্তরে পানি ধরে রাখতে সাহায্য করে, ত্বককে দীর্ঘসময় ধরে আর্দ্র রাখে।
জোজোবা অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন-ই রয়েছে যা ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্টের ভালো একটি উৎস। অ্যান্টি অক্সিডেন্ট প্রোপারটিজের জন্য এই ন্যাচারাল তেলটি ত্বকে নিয়মিত ব্যবহার করলে ত্বকে বয়সের ছাপ, বলিরেখা, পিগমেন্টেশন কমাতে সাহায্য করে।
সিনামন বার্ক অয়েল
সিনামন ব্রেক অয়েল ত্বকের লাল আভা দূর করে স্বাভাবিক আর্দ্রতা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করে। তাছাড়া সিনামন ব্রেক অয়েল এ ত্বক উজ্জ্বল করার উপাদান রয়েছে যা ব্রণের দাগ, মেছতা কিংবা অন্য কোনো কালো দাগ দূর করে, ত্বককে করে তুলবে দীপ্তিময়।
থাইমাস এক্সট্রাক্ট অয়েল
থাইম অয়েল ত্বকে ব্রণজনিত ব্যাকটিরিয়া হ্রাসে বা নির্মূল করতে সক্ষম। এতে এন্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যও রয়েছে। যা ব্রণ ,ব্রণের দাগ , ব্রণের ব্যাকটেরিয়া ধ্বংস করে।
রোজমেরি এক্সট্রাক্ট
রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল হচ্ছে রোজমেরির নির্যাস থেকে তৈরি করা একপ্রকার তেল। রোজমেরি সিবামের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, ত্বকের প্রাকৃতিক তেলগুলিকে বেসলাইন স্তরে রেখে হাইড্রেটেড করে।
ACNO Serum
আর এই ৪ টি অয়েল এর সমন্বয় পাচ্ছেন Acno serum । ব্রণ বা একনি, একটিভ একনি, ব্রণের দাগ, স্কিনে ইনফ্ল্যামেশন,অতিরিক্ত সিবাম কন্ট্রোল, স্কিনের একনি স্পট রিমুভ এর জন্য Acno serum ভালো কাজ করে।
এতে থাকা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস যেমন সিনামন ব্রেক অয়েল ,থাইমাস এক্সট্রাক্ট অয়েল,রোজমেরি এক্সট্র্যাক্ট,অস্ট্রেলিয়ান জোজোবা অয়েল যা স্কিনের হাইপারপিগমেন্টেশন দূর করে স্কিন টোন ইভেন করে ,স্কিনে ইনফ্ল্যামেশন ও অতিরিক্ত সিবাম কন্ট্রোল করে।
প্রতিদিন সকাল ও রাতে যে স্থানে ব্রণ বা একনি স্পট আছে শুধু মাত্র ওই স্থানে সামান্য পরিমান Acno serum এপ্লাই করুন।