যে ১০টি কারণে ফেসপ্যাক ত্বকের যত্নে অতুলনীয়

যে ১০টি কারণে ফেসপ্যাক ত্বকের যত্নে অতুলনীয়

সত্যি কথা বলতে, আপনার ত্বকের যত্ন মাঝে মাঝে একটা কঠিন যুদ্ধে রূপ নেয়, মনে হয় এ যেন আর শেষ হবার নয়। কখনো হুট করেই ব্রণ, কিংবা ড্রাইনেস, রিঙ্কেল, স্পট মাঝে মাঝে মনে হয় আপনার ত্বক আপনার সঙ্গে জেদ করে বসেছে, এবং আপনিও হাল ছেড়ে দিচ্ছেন। কিন্তু এতো ভয় পাওয়ারও কিছু নেই - কারণ স্কিন কেয়ারের দুনিয়ায় একটা সুপারহিরো আছে - যার নাম ফেসমাস্ক কিংবা ফেসপ্যাক। এটি যে শুধু ব্যবহার করতেই অনেক মজা লাগে তা কিন্তু না; এর আছে বেশ কিছু সিরিয়াস বেনেফিট। তো চলুন আর কথা না বাড়িয়ে - কেন ফেসমাস্ক স্কিন কেয়ারের একটা দারুণ পার্ট বা রিচুয়াল এমন ১০টা কারণ জেনে নিই।

১/ একদম ইনস্ট্যান্ট একটা স্পা ফিলিং

কি দরকার একটা দামী স্পা, যখন আপনি ঘরে বসেই একটা মিনি স্পা সেশন এনজয় করতে পারেন? জাস্ট একটা ফেসপ্যাক এপ্ল্যাই করে চোখটা বন্ধ করলেই আপনি চলে যাবেন একটা সুপার রিল্যাক্স মুড এ একটা সেলফ কেয়ার ভাইবএ। তার সঙ্গে যদি একটু মিউজিক ছেড়ে দেন মনে হবে আপনি যেন সমুদ্রের পারে শান্তি আর বিশালতায় ডুবে যচ্ছেন - আর অন্যদিকে ফেসপ্যাক আপনার স্কিনে ম্যাজিক করতে থাকবে। তো সপ্তাহে ২-৩ বার নিজেকে একটু এই স্পা ফিলিং টা কেন দিবেন না বলেন? হয়তো ১০-২০ মিনিট সময় দিলেই একটা অন্য রকম প্রশান্তিতে ভরে যাবে আপনার মন সেই সাথে আপনার স্কিনও একটু প্যম্পারড হবে।

২/ ডিপ ক্লিনিং, হুম সুপার ডিপ ক্লিনিং

ফেসমাস্ক যেন স্কিন কেয়ার দুনিয়ার ডিটেকটিভ। এরা একদম আপনার পোরস এর গভীরে যেয়ে সব ময়লা দূর করে, আনক্লগ করে, আপনার স্কিন নতুন করে শ্বাস নেয়। তো ফেসপ্যাক মানেই ব্ল্যাকহেডস দূর করে একটা ফ্রেস ক্লিন ফিলিং। ডিপ ক্লিনিং এর একটা বেস্ট মেথড হচ্ছে ফেসপ্যাক।

৩/ বাই বাই ডালনেস

আপনার স্কিন যদি ডাল  হয়ে থাকে একটা ম্যাজম্যাজা দিনের মতো, একটা ফেসমাস্ক হতে পারে একছটা সানসাইন। ফেসমাস্কস এ যেসব ইনগ্রেডিয়েন্ট থাকে এগুলো আপনার স্কিনকে সাধারণত ব্রাইট ও রিজুভিনেট করে আপনাকে একটা ব্রাইট হেলথি গ্লো এনে দেয়। আর ফেসমাস্ক এর বড় এ্যাডভান্টেজ হলো স্কিনে ইনগ্রেডিয়েন্ট খুব ভালো মতো এ্যাবজর্ব হয়। তাই ফেসমাস্ক এ্যাপ্লাই করার পর পরই সাধারণত আপনার স্কিন সাইন করতে থাকে।

৪/ ময়েশ্চার, আদ্রতা, পানি, পানি

ড্রাই স্কিন নো মোর। ফেসমাস্ক আপনার জন্য স্কিনের জন্য বিশাল একগ্লাস পানির মতো। এরা আপনার ত্বকের সবচেয়ে জরুরি আদ্রতা, বা ময়েশ্চার ইনফিউজ করে, আপনার স্কিন হয় প্লাম্প, হাইড্রেটেড এবং সফট। অনেকটাই যেন বেবিদের স্কিনের মতো স্মুথ ফ্রেস একটা ফিলিং।

৫/ স্ট্রেস বা দুশ্চিন্তা থেকে মুক্তির সুপার টনিক

লাইফ অনেক স্ট্রেসফুল, কিন্তু আপনার স্কিন কেয়ার রুটিনও স্ট্রেসফুল হলে কীভাবে চলবে? আর লাইফের এসব স্ট্রেস আপনার স্কিনের জন্যও ক্ষতিকর। তাই স্ট্রেস রিলিফ এর একটা দারুণ উপায় হতে পারে - একটা ফেসপ্যাক এ্যাপ্লাই। রেডি মাস্ক হোক আর একটু DIY হোক এটা বানানো এবং এ্যাপ্লিকেশন পুরো এক্সপেরিয়েন্সটাই একটা জেন বা মেডিটেটিভ ফিলিং। তো এটা একটা চান্স স্ট্রেস থেকে নিজেকে একটু দূরে নিয়ে যাওয়ার একটা প্রাশান্ত মুডে কিছুটা সময় কাটানো। আর একটা মাস্ক এ্যাপ্লাই করার পর যদি একটা সেলফি তুলেন - মন আপনার আরও ভালো হয়ে যাবে।

৬/ ব্রণ বা একনি ফাইটার

ব্রণ বা একনির জন্য ফেসমাস্ক একটা দারুণ ট্রিটমেন্ট। ফেসমাস্ক যেগুলা একণি টার্গেট করে ফর্মুলেট করা একনির বিরুদ্ধে ম্যাজিকের মতো কাজ করে। ইনফ্লামেশন কমায়, স্কিনের অয়েল প্রোডাকশন কন্ট্রোল করে, একনির ব্যাকটেরিয়া নির্মুল করে এবং আপনাকে দেয় স্মুথ কমপ্লেকশন।

৭/ গভীরে যাও আরও গভীরে যাও

ফেসমাস্ক এর মূল কাহিনীটা হচ্ছে এর এ্যাপ্লিকেশন প্রসেস এবং টাইম। সাধারণত ফেসমাস্ক বা প্যাক এর ক্ষেত্রে এ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট খুব ভালো কাজ করে কারণ বেশ কিছুটা সময় ধরে এগুলো স্কিনে পেনিট্রেট করতে পারে আর স্কিন হাইড্রেটেড ক্লিন এবং পোরস ওপেন থাকায় স্কিনে বেটার এ্যাবজর্ভ হয়। তাই সাধারানত ফেসমাস্ক এর ক্ষেত্রে চেঞ্জ বা ইফেক্টিভনেসটাও ইন্সট্যান্টলি বোঝা যায়।

৮/ ফাইন লাইনস কে বলুন বাই বাই

রিঙ্কেলস এবার ভয় পাবে। কারণ যেসব ফেসপ্যাক এ এ্যান্টি এজিং ইনগ্রেডিয়েন্ট থাকে তা আপনার স্কিন থেকে ফাইন লাইনস ও রিঙ্কেল দূর করে আপনাকে দেয় তারুন্যময় লুক। ফেসপ্যাক এ্যান্টি এজিং এর জন্য যেন ছোট্ট একটি জারে কিংবা প্যাকেটে একটা পুরো টাইম মেশিন যা দিয়ে আপনি চলে যাবেন আপনার ইয়ংগার সেলফ এ। 

৯/ পাফিনেস আর না

হয়তো আপনার একটা টাফ রাত গেছে, হয়তো সারারাত না ঘুমিয়ে নেটফ্লিক্স এ বিঞ্জ ওয়াচ করেছেন। আপনার চেহারায় একটা পাফি ভাব চলে আসছে। এখানেও ফেসমাস্ক আপনাকে রেসকিউ করতে পারে। একটা ফেসপ্যাক এ্যাপ্লাই করলেই ১০-১৫ মিনিটে আপনাকে দেখাবে ফ্রেস, মনে হবে ৮ ঘণ্টার বিউটি স্লিপ দিয়ে উঠলেন।

১০/ এটা আবারো বলতে হয় - এটা হচ্ছে নিজের যত্ন, এবং আপনি ও আপনার ত্বক এটা ডিজার্ভ করে

দিনশেষে নিজের স্কিনের যত্ন নেয়াটা নিজের প্রতি একটা ভালোবাসার প্রকাশ। নিজেকে নিজের জানান দেয়া এটা আপনার প্রাপ্য। তো চলুন, একটা ফেসপ্যাক কিংবা ফেসমাস্ক এ্যাপ্লাই করুন আর আপনার স্কিনকে এর সব দারুণ সব বেনেফিট বা গুডনেস শুষে নিতে দিন। আপনি এবং আপনার স্কিন এই সেলফ কেয়ার ডিজার্ভ করে।

এই ছিল ফেসমাস্ক বা ফেসপ্যাক আপনার স্কিনকেয়ার রুটিনের একটি মাস্ট হ্যাভ হিসেবে কন্সিডার করার ১০ টি কারণ। আপনি একটু রিল্যাক্স ফিল করতে চান, একনি বা ফাইন লাইনের বিরুদ্ধে ফাইট করতে চান, কিংবা স্কিনে একটা ইনস্ট্যান্ট ক্লিন এ্যান্ড গ্লোয়িং লুক আনতে চান, কিংবা জাস্ট স্কিনের ক্লান্তি দূর করতে চান সবকিছুর জন্যই আছে কোন না কোন  ফেসমাস্ক বা ফেসপ্যাক। তো চলুন - একটা প্যাক ফেইসে এ্যপ্লাই করুন এর এর ম্যাজিক চলুক। এর জন্য আপনার স্কিন আপনাকে অবশ্যই বলবে - Thank You.
Back to blog

Leave a comment

Please note, comments need to be approved before they are published.