পুরুষদের স্কিনের যত্নে সহজ সমাধান এখন হাতের মুঠোয়!

পুরুষদের স্কিনের যত্নে সহজ সমাধান এখন হাতের মুঠোয়!

আচ্ছা পুরুষ বলতেই কি রাফ এন্ড টাফ স্কিন? নাকি তাদেরও স্কিনের যত্ন নেওয়ারও প্রয়োজন আছে? 

পলিউশন এবং স্ট্রেস পুরুষদের স্কিনের উপর বিরূপ প্রভাব ফেলে। ফলে দেখা দেয় অ্যাকনে, সানট্যান, রাফনেস অথবা ওয়েলিনেস। স্বভাবতই একজন পুরুষ সবার যত্ন নিলেও, নিজের যত্ন নিতে তার মধ্যে দেখা যায় দারুন অনিহা! কখনও খরচের অজুহাত দেখিয়ে অথবা কখনও সময়ের অজুহাতে তারা স্কিনকেয়ার এড়িয়ে চলে! তবে এই সমস্যাগুলো সমাধান না করলে কিন্তু হতে পারে স্কিনের লংটার্ম ড্যামেজ !

এই অবস্থায় একটি বাজেট ফ্রেন্ডলি এবং ইজি অল ইন ওয়ান সলিউশন হতে পারে একজন পুরুষের জন্য ব্লেসিং! তাইতো? এই ব্লেসিংটাই হলো, Wellessia MENZ FACIAL! একজন পুরুষের ত্বকের জন্য ইজি অ্যান্ড পারফেক্ট সমাধান!

MENZ FACIAL একটি ন্যাচারাল ফেস প্যাক, যা ক্লোরোফিল, রোজ এক্সট্রাক্ট, ভিটামিন ও মিনারেলসের মিক্সচার। এটি স্কিন ডিটক্সিফাই করে, অ্যাকনে ও অয়েল কন্ট্রোল করে এবং দেয় ডীপ নারিশমেন্ট। নিয়মিত ব্যবহারে স্কিন হয় ভিজিবলি ব্রাইট অ্যান্ড ফ্রেশ!

তাহলে আর দেরী কেন? আপনার ত্বকের যত্নের ব্যাপারে সচেতন হোন! প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ MENZ FACIAL দিয়ে আপনার ত্বককে দিন নতুন জীবন! অর্ডার করতে ভিজিট করুন wellessia.com ওয়েবসাইটে অথবা আমাদের পেইজে ইনবক্স করুন। আজই ব্যবহার শুরু করুন এবং নিজেই দেখুন পার্থক্য!

কেন Menz Facial ব্যবহার করবেন?

স্কিনের ডীপ ডিটক্সিফিকেশন

স্কিনের পোরসগুলো যখন ডার্ট এবং অয়েল জমে বন্ধ হয়ে যায়, তখন স্কিনে দেখা দেয় অ্যাকনে ও ব্ল্যাকহেডস। MENZ FACIAL-এ থাকা ক্লোরোফিল প্রাকৃতিকভাবে স্কিনের টক্সিন দূর করে ও পোরস ক্লিন রাখে।

এক্সক্সেসিভ অয়েল কন্ট্রোল

পুরুষদের স্কিন নারীদের তুলনায় সাধারণত বেশি ওয়েলি হয়! কারণ পুরুষের স্কিনে একটিভ সেবাশাস গ্লান্ড তুলনামুলক সংখ্যায় বেশি। এই এক্সক্সেসিভ অয়েল অ্যাকনে ব্রেকআউটের মূল কারণ। MENZ FACIAL এক্সক্সেসিভ অয়েল কন্ট্রোল করে একইসাথে হাইড্রেটেড রাখে।

স্কিন ফ্রেশ ও ব্রাইট রাখে

দীর্ঘসময় রোদে থাকা, ঘাম ও দূষণের ফলে স্কিন ডাল দেখায়। MENZ FACIAL-এ থাকা রোজ এক্সট্রাক্ট ও মিনারেলস ত্বককে হাইড্রেটেড রাখে এবং দেয় ব্রাইটনেস।

স্কিন করে স্মুথ অ্যান্ড ইয়াংগার লুকিং

ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে MENZ FACIAL নিয়মিত ব্যবহারে স্কিন সেল রিজেনারেশনে সাহায্য করে, ফাইন লাইনস ও রাফনেস কমায় এবং স্কিন দেখায় ইয়াংগার লুকিং।

কেন এই ফেসপ্যাকটি স্পেশাল?

এতে আছে,

  • ক্লোরোফিলঃ এটি একটি প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি। এটি স্কিন থেকে টক্সিন দূর করে, ব্রণ কমায় ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে
  • রোজ এক্সট্রাক্টঃ এটি স্কিনকে কাম করে
  • ভিটামিন ইঃ এই উপাদান ত্বককে নারিশ করে হাইড্রেশন বজায় রাখে
  • ভিটামিন এঃ এটি ডার্ক স্পট ও হাইপারপিগমেন্টেশন কমায়
  • ভিটামিন বি কমপ্লেক্সঃ স্কিনের রাফনেস কমাতে সাহায্য করে
  • মিনারেলস ও প্রোটিনঃ স্কিনের ন্যাচারাল গ্লো ফিরিয়ে এনে হেলদি স্কিন টেক্সচার দেয়

অ্যাপ্লাই করুন সহজ ৩টি ধাপে

  • ১ চা চামচ ফেশিয়াল, ১-২ চা-চামচ পানি ও এসেনশিয়াল অয়েল বা রোজ ওয়াটার মিশিয়ে পেস্ট তৈরি করুন। পরিষ্কার মুখে আলতোভাবে ম্যাসাজ করুন ২-৩ মিনিট, এরপর ৩-৫ মিনিট রেখে, তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন!
  • সপ্তাহে ২-৩ বার ব্যবহারেই ত্বক হবে ব্রাইট অ্যান্ড ফ্রেশ!

পরিমান

প্রতি প্যাকেট Menz Facial এ থাকে ৩০ গ্রাম পরিমান, যে প্রায় ১০ বার ব্যবহারযোগ্য!

তাহলে আর দেরী কেন? আপনার ত্বকের যত্নের ব্যাপারে সচেতন হোন! প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ MENZ FACIAL দিয়ে আপনার ত্বককে দিন নতুন জীবন!

অর্ডার করতে ভিজিট করুন wellessia.com ওয়েবসাইটে অথবা আমাদের পেইজে ইনবক্স করুন....আজই ব্যবহার শুরু করুন এবং নিজেই দেখুন পার্থক্য!

Back to blog

Leave a comment

Please note, comments need to be approved before they are published.